IQNA

মুসলমান ভেবে এক হিন্দু অভিবাসীকে হত্যা করল বর্ণবাদী

11:52 - March 03, 2017
সংবাদ: 2602638
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার টেক্সাসে এক বর্ণবাদী ব্যক্তি দুই জন হিন্দু অভিবাসীকে মধ্যপ্রাচ্যের মুসলমান ভেবে গুলি করেছে।
মুসলমান ভেবে এক হিন্দু অভিবাসীকে হত্যা করল বর্ণবাদী
বার্তা সংস্থা ইকনা: বর্ণবাদীর এই হামলায় একজন নিহত হয়েছেন এবং অপর জন আহত হয়েছেন।
৩২ বছরের ঐ দুই ব্যক্তি জিপিএস কোম্পানির জার্মিন বিমান পরিবহন সিস্টেমের ইঞ্জিনিয়ার।
৫১ বছরের এক ব্যক্তি এই দুই অভিবাসীর উপর হামলা চালিয়ে বলেছে, "আমার দেশ থেকে চলে যাও"। পরবর্তীতে পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
ঘাতককে প্রথম ইচ্ছাকৃতভাবে হত্যা এবং হত্যার পূর্বপরিকল্পনা থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়টি ভারতের মিডিয়ার শিরোনাম হয়ে দাঁড়িয়েছে।
আমেরিকার সাউদার্ন পোভার্টি সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকায় ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং ইসলাম বিদ্বেষীদের হামলার সংখ্যা গত বছরের তুলনায় প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
আমেরিকার হিন্দু ফাউন্ডেশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং এই জঘন্য অপরাধের তদন্তের দাবী করেছে।
iqna




captcha