IQNA

ইমাম মাহদীর প্রতীক্ষাকারীরা অহেতুক কোন কথা বলেন না

0:57 - March 06, 2017
সংবাদ: 2602661
মানুষ যখন দেখে যে সত্য বললে লাভ হবে তখন সত্য বলে আর যখন দেখে মিথ্যা বললে লাভ হবে তখন মিথ্যা বলে। কিন্তু ইমাম মাহদীর প্রকৃত অনুসারীরা সর্বদা সত্য কথা বলেন। কেনান ইমাম বলেছেন, মু’মিন সর্বদা সত্য কথা বলে এমনকি যদি তা তার বিরুদ্ধেও যায়।
ইমাম মাহদীর প্রতীক্ষাকারীরা অহেতুক কোন কথা বলেন না

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী (আ.) তার একটি দোয়াতে আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ! আমাকে আপনার অনুগত্য করার তৌফিক দান করুন, আমাকে গোনাহ থেকে দূরে রাখুন, আমার নিয়তকে সঠিক ও সত্য করুন। ইমাম মাহদী(আ.) এভাবে আমাদেরকে সর্বদা সত্য কথা বলার তৌফিক আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে বলছেন।

ইমাম মাহদীর এই দোয়াটিকে «اللَّهُمَّ ارْزُقْنَا تَوْفِيقَ الطَّاعَةِ وَ بُعْدَ الْمَعْصِيَةِ ...» যদি আমরা আমাদের জীবন ধারা হিসাবে নির্ধারণ করতে পারি তাহলে আর কোন সমস্যা থাকবে না।

ইমাম মাহদী আরও বলছেন, «سَدِّدْ أَلْسِنَتَنَا بِالصَّوَابِ؛ হে আল্লাহ! আমার জিহ্বাকে সত্যবাদিতা ও প্রজ্ঞার মাধ্যমে শক্তিশালী করুন।

তিনি আরও বলেছেন, «امْلَأْ قُلُوبَنَا بِالْعِلْمِ وَ الْمَعْرِفَةِ؛ হে আল্লাহ! আমাদের অন্তরসমূহকে জ্ঞান ও বিচক্ষণতার মাধ্যমে পূর্ণ করুন।

সুতরাং একজন প্রকৃত ইমাম মাহদীর উচিত তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করা এবং যা মুখে আসে তাই না বলা বরং ভেবে চিন্তে সঠিক ও সত্য কথা বলা।

শাবিস্তান

ট্যাগ্সসমূহ: ইকনা ، মিথ্যা ، ইমাম ، মাহদী ، আল্লাহ
captcha