IQNA

আমেরিকায় প্রবাসীদের উপরে হামলায় উদ্বিগ্ন ভারত

22:22 - March 06, 2017
সংবাদ: 2602664
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় প্রবাসী ভারতীয়দের ওপর পরপর হামলার ঘটনায় মার্কিন প্রশাসনের কাছে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সরনা এ ব্যাপারে মার্কিন প্রশাসনের কাছে গভীর উদ্বেগ জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: তিনি বলেছেন, শ্রীনিবাস কুচিভোটলা ও অলোক মাদাসানির পর যেভাবে হার্নিশ প্যাটেল ও দীপ রাইয়ের ওপর হামলা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক বিষয়।

নভতেজ সরনার উদ্বেগের জবাবে আক্রান্ত ভারতীয়রা দ্রুত ন্যায় বিচার পাবেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ৪৩ বছরের ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী হার্নিশ প্যাটেলকে সাউথ ক্যারোলাইনার ল্যাঙ্কাস্টার কাউন্টিতে তার বাড়ির কাছেই গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা ।

তারও কয়েক দিন আগে কানসাসের একটি বারের মধ্যেই গুলি চালানো হয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাসের উপরে।

গত শুক্রবার ওয়াশিংটনের কেন্ট শহরে বাড়ির বাইরেই আততায়ীর ছোঁড়া গুলিতে আহত হন ভারতীয় বংশোদ্ভূত ৩৯ বছরের শিখ যুবক দীপ রাই। গুলি চালানোর আগে আততায়ী বারবার চিৎকার করে তাকে নিজের দেশে ফিরে যেতে বলে। বর্ণবিদ্বেষের ফলে এভাবে পরপর হামলা হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।  

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এসব ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘যেভাবে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী হার্নিশ প্যাটেলকে হত্যা করা হয়েছে, তা শুনে আমি ব্যথিত। আমাদের কনসাল ল্যাঙ্কস্টারে গিয়ে প্যাটেলের পরিবারের সঙ্গে দেখা করেছেন। এই দুঃসময়ে তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ঘটনার তদন্ত চলছে।’

দীপ রাইয়ের উপরে হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘দীপ রাইয়ের বাবা সর্দার হরপাল সিংয়ের সঙ্গে আমার কথা হয়েছে। দীপের হাতে বুলেটের আঘাত লেগেছে। তবে এখন দীপ বিপদমুক্ত। হাসপাতালে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।’

আমেরিকায় ভারতীয়দের উপরে হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি দিয়ে পদক্ষেপ নিতে বলেছেন।

মমতা আজ (সোমবার) এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জরুরিভিত্তিতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন।

পার্সটুডে
captcha