বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বড় বড় আলেমগণ ইমাম মাহদীর অন্তর্ধানের যুগে আমাদের করণীয় সম্পর্কে বহু নির্দেশ দিয়েছেন। তার মধ্যে আয়াতুল্লাহ বাহজাত অন্যতম। তিনি বলেছেন, সবাই যদি প্রতিজ্ঞা করে যে তারা গোনাহ করবে না এবং ইমামগণের নির্দেশ পালন করবে তাহলে ইমামের আবির্ভাব ঘটবে।
আয়াতুল্লাহ বাহজাত বলেন: আমাদের সবাইকে স্বাক্ষর দিতে হবে এবং সবাই মিলে অঙ্গিকার করতে হবে যে, আমরা শরীয়তের সকল বিধান পালন করার মাধ্যমে ইমামকে সাহায্য করব। আর কখনোই ওয়াদা ভঙ্গ করব না তাহলেই ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে।
ইমাম মাহদী (আ.) নিজেও বলেছেন, তোমাদের গোনাহের কারণেই আমার আবির্ভাব পিছিয়ে যাচ্ছে।
সুতরাং প্রকৃত ঈমানদারদের কাজ হচ্ছে তাকওয়া অর্জন করা, নৈতিক উন্নতি করা এবং আধ্যাত্মিকতা অর্জন করা। আর শরীয়তের সকল বিধান সঠিকভাবে পালন করা। তাহলেই ইমাম মাহদীর আবির্ভাব ত্বরান্বিত হবে।
শাবিস্তান