
বার্তা সংস্থা ইকনা: 'মসজিদের খোলা দরজা' অনুষ্ঠানটি ১১ই মার্চে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে স্থানীয় পাদ্রীগণ সহকারে প্রায় ৭০০ জন অংশগ্রহণ করেছেন এবং জামায়াত সহকারে নামাজ দেখার পূর্বে তারা কুরআন তিলাওয়াত শ্রবণ করেছেন।
এই অনুষ্ঠান উপলক্ষে মসজিদের আশেপাশের সকল রাস্তায় বিভিন্ন রঙ্গের ব্যানার লাগান হয়েছে। এসকল ব্যানারে লেখা ছিল "আমেরিকার মুসলমানদের সাথে সাক্ষাৎ করেন।"
"ম্যাসাচুসেটস" বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক প্রকৌশলে পিএইচডিধারী 'মুহাম্মাদ আবু তালেব' এই মসজিদের পেশ ইমাম এবং ধর্মীয় পণ্ডিত। তিনি এই অনুষ্ঠানে প্রকৃত ইসলাম সম্পর্কে বক্তব্য পেশ করেছেন।
তিনি বলেন: বর্তমানে আমেরিকা এমনকি বিশ্বের অনেকেই ইসলাম ধর্মকে সন্ত্রাসীর সাথে তুলনা করে। ইসলাম ধর্ম সম্পর্কে তাদের এই ধারণা সম্পূর্ণ রূপে ভুল। ইসলাম ধর্ম সম্পর্কে সকল প্রকার ভ্রান্তি ধারণা দূর করাই আমাদের মূল উদ্দেশ্য।
যাজক "শ্যারন টেলর" সহ "লুথারীয়" চার্চের প্রায় ২০ জন সদস্য এই অনুষ্ঠানে আগ্রহের সাথে অংশগ্রহণ করেছেন।
iqna