IQNA

শারজাহ জাদুঘরে চীনের মুসলিম সম্প্রদায়ের চিত্র

3:22 - March 14, 2017
সংবাদ: 2602711
আন্তর্জাতিক ডেস্ক: শারজাহের ইসলামী সভ্যতার মিউজিয়ামে চীনের মুসলিম সম্প্রদায়ের দৈনন্দিন জীবনীর আলোকে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শারজাহ জাদুঘরে চীনের মুসলিম সম্প্রদায়ের চিত্র

বার্তা সংস্থা ইকনা: "চীন মুসলমানদের জীবন মুহূর্তগুলো" শিরোনামে এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীতে মুসলিম বিশ্বের বিশিষ্ট ফটোগ্রাফার পিটার স্যান্ডার্সের তোলা ছবি প্রদর্শিত হবে।
২৬শে মার্চে বড় সাইজের ৫০টি ছবি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হবে।
এধরণের প্রদর্শনী এটাই প্রথম যা চীনের মুসলমানদের জীবনের চিত্র ইসলামী বিশ্বে উপস্থাপন করা হবে।
শারজাহ জাদুঘর মহাপরিচালক মানাল আতাইয়া বলেন: চীনের মুসলমানদের দৈনন্দিন জীবনের চিত্র আমাদের হাতে তুলে দেয়ার জন্য এবং এই অনন্য প্রদর্শনীর ব্যবস্থা করতে পেরে আমরা অনেক গর্বিত।
উল্লেখ্য, এই প্রদর্শনী ১১ই জুন পর্যন্ত অব্যাহত থাকবে।
iqna
captcha