IQNA

মহান আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল

23:32 - March 16, 2017
সংবাদ: 2602722
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) একটি হাদিসে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল সম্পর্কে বলেছেন, আল্লাহর প্রতি আশাবাদী থাক হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আমল।
মহান আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.)বলেছেন, আল্লাহর নিকট সব থেকে প্রিয় ও শ্রেষ্ঠ আমল হচ্ছে তার প্রতি আশাবাদী থাকা এবং ইমাম মাহদীর আবির্ভাবের জন্য প্রতীক্ষা করা।

الإمامُ عليٌّ عليه السلام : انتظِروا الفرَجَ و لا تَيأسُوا مِن رَوحِ اللّه ِ، فإنّ أحبَّ الأعمالِ إلى اللّه ِ عزّ و جلّ انتظارُ الفَرَجِ.

বিহারুল আনওয়ার ৫২তম খণ্ড, পৃ: ১২৩।

ইমাম মাহদীর(আ.) আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য বেশী করে খালেসভাবে দোয়া করতে হবে। কেননা আমাদের মুক্তি ও কল্যাণ তার আবির্ভাবের মধ্যেই নিহিত রয়েছে।

ইমাম মাহদী (আ.) নিজেই বলেছেন: اکثر الدعاء بتعجيل الفرج فان ذالک فرجکم

আমার আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য বেশী বেশী দোয়া কর। কেননা তার মধ্যেই তোমাদের মুক্তি ও সৌভাগ্য নিহিত রয়েছে। (কামালুদ্ দীন খণ্ড- ২, বাব ৪৫, হা: ৪ পৃ ২৩৯)৷ সূত্র: shabestan
captcha