বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.)বলেছেন, আল্লাহর নিকট সব থেকে প্রিয় ও শ্রেষ্ঠ আমল হচ্ছে তার প্রতি আশাবাদী থাকা এবং ইমাম মাহদীর আবির্ভাবের জন্য প্রতীক্ষা করা।
الإمامُ عليٌّ عليه السلام : انتظِروا الفرَجَ و لا تَيأسُوا مِن رَوحِ اللّه ِ، فإنّ أحبَّ الأعمالِ إلى اللّه ِ عزّ و جلّ انتظارُ الفَرَجِ.
বিহারুল আনওয়ার ৫২তম খণ্ড, পৃ: ১২৩।
ইমাম মাহদীর(আ.) আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য বেশী করে খালেসভাবে দোয়া করতে হবে। কেননা আমাদের মুক্তি ও কল্যাণ তার আবির্ভাবের মধ্যেই নিহিত রয়েছে।
ইমাম মাহদী (আ.) নিজেই বলেছেন: اکثر الدعاء بتعجيل الفرج فان ذالک فرجکم
আমার আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য বেশী বেশী দোয়া কর। কেননা তার মধ্যেই তোমাদের মুক্তি ও সৌভাগ্য নিহিত রয়েছে। (কামালুদ্ দীন খণ্ড- ২, বাব ৪৫, হা: ৪ পৃ ২৩৯)৷ সূত্র: shabestan