IQNA

কারবালায় হযরত ফাতেমা যাহরা (সা. আ.) ফেস্টিভাল + ছবি

1:25 - March 18, 2017
সংবাদ: 2602733
আন্তর্জাতিক ডেস্ক: হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ১৬ই মার্চে ইরাকের পবিত্র নগরী কারবালায় বাৎসরিক ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত পারিবারিক টিপস সেন্টার এবং তাবলীগ শাখার পক্ষ থেকে "মুসলিম পরিবারের ধ্রুবক এবং পরিবর্তনশীলের আদর্শ হযরত ফাতেমা যাহরা (সা. আ.)" শিরোনাম এই ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন তিলাওয়াত এবং শহীদদের জন্য সূরা ফাতিহা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং পরবর্তীতে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের পরিচালক 'শেখ আলী আল কারয়াভী' বক্তৃতা পেশ করেন। এই অনুষ্ঠানের হযরত আব্বাস (আ.)এর মাযারের পক্ষ থেকে একটি বিশেষ টিম অংশগ্রহণ করেছে।

শেখ আলী বলেন: মডেল হিসেবে আমাদেরকে হযরত ফাতেমা যাহরা (সা. আ.)কে গ্রহণ করতে হবে। কারণ আমাদের বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকা সত্ত্বেও এই বেহেস্তের নেত্রী এবং মহান নারীর উৎসর্গ এবং ধৈর্য আমাদেরকে ঐক্যের দিকে ধাবিত করে।

এই অনুষ্ঠানে লেবাননের কবি 'শেখ আহমেদ আলদার আল-অমেলী' এবং ইরাকের কবি 'ইহাব আল-মালিকী' হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর শানে কবিতা পাঠ করেন।

এই অনুষ্ঠানের শেষপ্রান্তে হযরত ইমাম হুসাইন (আ.)এর মাযারের খাদেমদের সম্মাননা প্রদর্শন করা হয়।

iqna

কারবালায় হযরত ফাতেমা যাহরা (সা. আ.) ফেস্টিভাল কারবালায় হযরত ফাতেমা যাহরা (সা. আ.) ফেস্টিভাল কারবালায় হযরত ফাতেমা যাহরা (সা. আ.) ফেস্টিভাল কারবালায় হযরত ফাতেমা যাহরা (সা. আ.) ফেস্টিভাল কারবালায় হযরত ফাতেমা যাহরা (সা. আ.) ফেস্টিভাল


captcha