IQNA

ইমাম রেজার(আ.) দৃষ্টিতে ইমাম মাহদী(আ.)

21:44 - March 30, 2017
সংবাদ: 2602816
ইমাম রেজা (আ.) বলেছেন, মাহদী হলেন, বুদ্ধিমান সহনশীল ও ধার্মিক মানুষ। তিনি সবার থেকে বেশী উদার, সাহসী এবং ধর্মপরায়ণ আবেদ।

বার্তা সংস্থা ইকনা: عن الرضا علیه السلام: «المهدی أعلم الناس و أحلم الناس و أتقی الناس و سخی الناس و أشجع الناس وأعبد الناس.»

মরহুম কুলাইনি তার উসুল কাফিতে বর্ণনা করেছেন যে রাইয়ান বিন সালত ইমাম রেজার(আ.) কাছে প্রশ্ন করল ইমাম মাহদী কেমন হবে, ইমাম বললেন: لَا يُرَي جِسْمُهُ وَ .  তিনি এমন এক ব্যক্তি যাকে দেখা যাবে না অর্থাৎ তিনি অন্তর্ধানে থাকবেন।

ইমাম রেজা(আ.) বলেছেন: ইমাম মাহদীর(আ.) অন্তর্ধানে থাকার একটি অন্যতম কারণ হচ্ছে যেন কোন জালিম শাসকের হাতে বায়াত না করতে হয়।

হাসান বিন আলী বিন ফাজ্জাল বলেন, ইমাম রেজা(আ. )বলেছেন: لَا يُرَي جِسْمُهُ وَ .

আমার সন্তান ইমাম মাহদী যখন অন্তর্ধানে থাকবে তখন শিয়ারা একজন পথপ্রদর্শকের অপেক্ষায় থাকবে যিনি তাদের হেদায়েত করবেন। প্রশ্ন করা হল কেন হে রাসূলের সন্তান! ইমাম বললেন: لِأَنَّ إِمَامَهُمْ يَغِيبُ عَنْهُمْ؛

যেহেতু তাদের ইমাম গাইবাতে তথা অন্তর্ধানে থাকবে। আবার প্রশ্ন করা হল কেন হে রাসূলের সন্তান! ইমাম বললেন: :  لِئَلَّا يَكُونَ فِي عُنُقِهِ لِأَحَدٍ بَيْعَةٌ إِذَا قَامَ بِالسَّيْفِ؛

এই জন্য যে যখন তিনি বিপ্লব করবেন তখন কোন জালিমের বাইয়াত তার ঘাড়ে থাকবে না। সূত্র:
captcha