ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ম্যানচেস্টার ইসলামী কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, উক্ত শোক মজলিস, হযরত মোহাম্মাদ বাকির (আ.)-এর সম্মাননায় আহলে (আ.) বায়েত প্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
এই শোকানুষ্ঠান মাগরিব ও ঈশার নামাজের পর শুরু হয়েছে এবং যিয়ারতে আমিনাল্লাহ্ পাঠের পর ইমাম মোহাম্মাদ বাকির (আ.) এর জীবনীর আলোকে বক্তৃতা, মর্সিয়া এবং নওহা পরিবেশন করা হয়েছে।
1301629