বার্তা সংস্থা ইকনা: ইরাকি সামরিক গোয়েন্দা ইউনিট গতকাল (১ম এপ্রিল) ঘোষণা করেছে, সামরিক গোয়েন্দা বিভাগের প্রতিবেদন অনুযায়ী, আনবারের পশ্চিমে আল কায়েম এলাকায় দায়েশের নেতাদের ঘাটিতে ইরাকি বিমান বাহিনীর যথার্থ বিমান আক্রমণের ফলে আবু ইয়াহিয়া নামে প্রসিদ্ধ(আবু বকরের পরে) দায়েশের দ্বিতীয় প্রধান এবং যুদ্ধ মন্ত্রী আইয়াদ হামেদ আল জামিলি নিহত হয়েছে।
গোয়েন্দা বিভাগ আরও বলেছে, এছাড়াও এই হামলায় দায়েশের সামরিক প্রধান আবু হাজার তুর্কী জামাল আল ডালিমি এবং প্রশাসন কর্মকর্তা আবু খেতাব মুজাফ্ফার আল আজামী নিহত হয়েছে।
উল্লেখ্য, দায়েশের হাত থেকে আল আনবার প্রদেশ স্বাধীন করার জন্য ইরাকি যোদ্ধাদের পাশাপাশি স্বেচ্ছাসেবী যোদ্ধারাও যুদ্ধ করছে।
ইরাকি রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা করেছে, ধারণা করা হচ্ছে এই হামলায় দায়েশ এবং ইহুদিবাদী নেতা আবু বকর বাগদাদীর প্রধান সহায়ক আইয়াদ হামেদ নিহত হয়েছে।
এই হামলা কখন করা হয়েছে তা ঘোষণা না করে ইরাকি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আল কায়েম এলাকায় ইরাকের বিমান বাহিনীর হামলার ফলে আইয়াদ হামেদ সহ বেশ কয়েক জন দায়েশ নেতা নিহত হয়েছে।
বালাবাহুল্য, এই বিষয়ে আমেরিকার অধীনে তথাকথিত জোটের মুখপাত্র এখনও পর্যন্ত দায়েশের বিরুদ্ধে কোন মন্তব্য করেনি।
iqna