বার্তা সংস্থা ইকনা: মিসরে এ ধরনের ফতোয়াকে প্রত্যাখান করে শকি আলম বলেন, ‘মানব বৈচিত্র্য অনিবার্য ও ঐশ্বরিক, কোন ধর্মের উপর অত্যাচার করা আইনের বিধান নেই। কেন না মানুষের সম্পর্ক এক স্বর্গীয় সূত্রে গাঁথা। আর এই স্বর্গীয় বন্ধন তৈরি হয় সহাবস্থানের মাধ্যমে, বিচ্ছিন্নবাদিতা বা বিভক্ত হওয়ার মধ্য দিয়ে নয়।’
চরমপন্থীরা মিসরে মুসলিম ও খ্রিস্টানদের সহাবস্থানকে অস্বীকার করে ফতোয়া জারি করেছে। ২০১৬ সালের ১১ ডিসেম্বর কায়রো শহরের আব্বাসিয়া অঞ্চলে ক্যাথেড্রেল সেইন্ট মার্ক গির্জায় বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত ও ৩১ জন আহত হয়েছিল। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী একজন নান যার আর্তনাদ এখনো বাতাসে মিশে আছে (রয়টার্সে প্রকাশিত প্রতিবেদন থেকে)।ঊমুঢ়ঃ ঋড়ঃড়ধি
মুফতি শকি আলম আরো বলেন, মিসরে মুসলিম ও খ্রিস্টানদের বিভক্ত করার সকল উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। অন্যান্য দেশে ইসলামের ঐতিহাসিক বিজয়ের পর মুসলিমরা কোন প্রকার ঐতিহ্যকে ধ্বংস করতে পারে না। তাই আইএস ও অন্যান্য চরমপন্থীরা যা করছে তা ইসলামের পরিপন্থি।
তিনি আরো বলেন, তারা উস্কানিমূলক ফতোয়া দেখতে পেয়েছেন কায়রো ও গির্জার ঐতিহাসিক নির্দশন ধ্বংস করতে। ঐতিহ্যের নির্দশনকে এভাবে ধ্বংস করা ইসলামের নীতিকে পুরোপুরি লঙ্ঘন করা। সূত্র: আল আরাবিয়া ও মিডল ইস্ট মনিটর,