IQNA

18:13 - April 08, 2017
সংবাদ: 2602876
সাংস্কৃতিক ডেস্ক: পাকিস্তানে নিযুক্ত ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূত গতকাল (শুক্রবার, ৭ এপ্রিল) উভয় দেশের সহযোগিতায় ইসলামি পোশাক প্রদর্শনী আয়োজনের তথ্য দিয়েছেন।

পাকিস্তানি দৈনিক নিশানে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানে নিযুক্ত ইন্দোনেশীয় রাষ্ট্রদূত ‘ইভান আমরি’ এ দুই দেশের উদ্যোগে ইসলামি পোশাক প্রদর্শনী আয়োজনের কথা জানিয়েছেন।

দৈনিক নিশানকে দেয়া সাক্ষাতকারে তিনি জানান: উভয় দেশের সাংস্কৃতিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ইন্দোনেশিয়ার প্রচেষ্টার একটি অংশ এ প্রদর্শনী।

তার সংযোজন: খুব শিঘ্রী ইন্দোনেশিয়াতে ইসলাম পোশাক প্রদর্শনী সপ্তাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এরপর পাকিস্তানেও অনুষ্ঠিত হবে।

ইন্দোনেশিয়ার এ রাষ্ট্রদূত আরও জানান, ইন্দোনেশিয়ার শতকরা ৫৪ ভাগ জনগণ পাকিস্তানের বিষয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন।

প্রসঙ্গত, প্রতিবছর ইন্দোনেশিয়াতে বহু ইসলামি পোশাক প্রদর্শনীর আয়োজন করা হয়। ইন্দোনেশিয়ার মুসলমানরা, ইউরোপের নামীদামী ব্রান্ডের সাথে প্রতিদ্বন্দিতায় এমন কিছু পোশাক উপস্থাপন করতে সক্ষম হয়েছে যেগুলো তাদের ধর্মীয় ও আকিদাগত বিষয়ের সাথে সামঞ্জস্যশীল এবং রকমারি মডেল ও ডিজাইনের।#3587612


নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: