IQNA

সৌদি বাদশাহ'র আর্থিক অনুদানে বাংলাদেশে নির্মিত হবে ৫৬০ মডেল মসজিদ

0:09 - April 10, 2017
সংবাদ: 2602884
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ-এর আর্থিক অনুদানে দেশের ৬৪টি জেলা, বিভাগীয় শহর, উপজেলা ও উপকূলীয় এলাকায় মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হবে। বিশেষ করে ৬৪টি জেলা শহর ও চার বিভাগীয় শহরে লিফটসমৃদ্ধ চার তলাবিশিষ্ট ৬৮টি মসজিদ নির্মাণ করা হবে।
সৌদি বাদশাহ'র আর্থিক অনুদানে বাংলাদেশে নির্মিত হবে ৫৬০ মডেল মসজিদ

বার্তা সংস্থা ইকনা: বাকি মসজিদগুলো হবে তিন তলাবিশিষ্ট। এসব মসজিদে প্রতিদিন ৪ লাখ ৪০ হাজার ৪৪০ জন পুরুষ এবং ৩১ হাজার ৪০০ জন নারীর নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।

তিন ক্যাটাগরিতে ধাপে ধাপে নির্মিত হবে মসজিদগুলো। ক্যাটাগরিতে ৬৮টি লিফটসমৃদ্ধ চার তলাবিশিষ্ট মডেল মসজিদ জেলা ও বিভাগীয় সদরে নির্মিত হবে। এ মসজিদগুলোর আয়তন হবে ২ লাখ ৮১ হাজার ৫৮৪ বর্গমিটার।

বিক্যাটাগরিতে নির্মিত হবে তিন তলাবিশিষ্ট ৪৭৬টি মসজিদ। এ মসজিদগুলোর আয়তন হবে ১ লাখ ৬৪ হাজার ৭৪২ বর্গমিটার।

সি-ক্যাটাগরিতেও নির্মিত হবে তিন তলাবিশিষ্ট ১৬টি মসজিদ। প্রতিটি মসজিদের আয়তন হবে ৬১ হাজার ২৫ বর্গমিটার।

প্রতিটি মডেল মসজিদে থাকবে লাইব্রেরি সুবিধা। যেখানে প্রতিদিন ৩৪ হাজার পাঠক একসঙ্গে পবিত্র কুরআনুল কারিম, হাদিস ও ইসলামী সাহিত্য পড়ার সুযোগ লাভ করবেন। তাছাড়া ৬ হাজার ৮০০ লোক এসব মডেল মসজিদে ইসলামী বিষয়ে গবেষণার সুযোগ পাবে। তাসবিহ-তাহলিল ও দোয়া মুনাজাতে অংশগ্রহণ করতে পারব ৫৬ হাজার ধর্মপ্রাণ মুসলমান। সূত্র: mtnews24

ট্যাগ্সসমূহ: ইকনা ، মসজিদ ، নামাজ ، ধর্ম ، ইসলাম ، সৌদি
captcha