IQNA

মহান আল্লাহ ইমাম মাহদীর শত্রুদেরকে লাঞ্ছিত করবেন

1:18 - April 12, 2017
সংবাদ: 2602896
ইমাম আলী(আ.) বলেছেন, মহানবীর আহলে বাইতকে পৃথিবীতে হিনবল করা হয়েছে, মহান আল্লাহ ইমাম মাহদীকে প্রেরণ করে আহলে বাইতকে সম্মানিত আর তাদের শত্রুদেরকে লাঞ্ছিত করবেন।

বার্তা সংস্থা ইকনা: আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) বলেছেন, পবিত্র কুরআনের সূরা কাসাসের ৫ নং আয়াতের ব্যাখ্যায় বলেন: যাদেরকে পৃথিবীর বুকে দুর্বল করা হয়েছিল, আমার ইচ্ছা হল তাদের প্রতি অনুগ্রহ করার, তাদেরকে নেতা করার এবং তাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করার। এখানে মহানবীর আহলে বাইতকে পৃথিবীতে হিনবল করা হয়েছে। এই বিষয়টির প্রতি ইশারা করা হয়েছে।

في قولِهِ تعالى : «ونُريدُ أنْ نَمُنَّ على الّذينَ اسْتُضْعِفُوا...»: «هُم آلُ محمّدٍ، يَبعَثُ اللّهُ مَهدِيَّهُم بَعد جَهدِهِم، فَيُعِزُّهُم ويُذِلُّ عَدُوَّهُم.»

সূত্র: বিহারুল আনওয়ার ৭৮তম খণ্ড, পৃ: ৩৮০

পবিত্র কুরআনের ভাষায়:

وَنُرِيدُ أَنْ نَمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ

অর্থাৎ এবং অমরা ইচ্ছা করলাম যাদেরকে পৃথিবীর বুকে (বঞ্চিত) হীনবল করা হয়েছিল তাদের কে নেতৃত্ব দান করতে এবং উত্তরাধিকারী করতে (সূরা কাসাস -৫) ।

ইমাম আলী (আ.) বলেছেন বঞ্চিত বা হীন বল বলতে রাসূল (সা.)-এর আহলে বাইতকে বোঝানো হয়েছে অনেক প্রচেষ্টা ও কষ্টের পর আল্লাহ এই বংশের মাহদী কে প্রেরণ করবেন এবং তাকে উচ্চ মর্যদা দান করবেন এবং শত্রুদের চরম ভাবে লাঞ্ছিত করবেন (গেইবাতে শেখ তুসী,পৃ.১৮৪,হাদীস নং-১৪৩)।

আল্লাহ তায়ালা বলেছেন:
 وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ

অর্থাৎ তোমাদের মধ্যে যারা (আল্লাহর ওপর) ইমান  এনেছে ও সৎ কর্ম করেছে, তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন তিনি পৃথিবীতে তাদের নেতৃত্ব  (খেলাফত) দান করবেন,যেমনি ভাবে তাদের পূর্ববর্তী লোকদের দান করে ছিলেন (সূরা নূর -৫৫)। সূত্র: shabestan
captcha