IQNA

লস অ্যাঞ্জেলেসে বুক ফেস্টিভালে কুরআন বিতরণ

11:21 - April 24, 2017
সংবাদ: 2602947
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত বুক ফেস্টিভালের স্টলসমূহের মধ্যে ইসলামি সোসাইটির স্টলটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এই স্টলের মুল উদ্দেশ্য হচ্ছে প্রশিক্ষণ দেয়া এবং দর্শনার্থীরা এই স্টলটি পরিদর্শন করে বিনামূল্যে কুরআন শরিফের পাণ্ডুলিপি উপহার গ্রহণ করছেন।
লস অ্যাঞ্জেলেসে বুক ফেস্টিভালে কুরআন বিতরণ

বার্তা সংস্থা ইকনা: এ ছাড়াও এই স্টল পরিদর্শন করে দর্শনার্থীরা ইসলামী হিজাবের অভিজ্ঞতা অর্জন করছেন এবং ইসলাম ধর্ম ও মুসলমানদের সম্পর্কে অনেক তথ্য জানতে পারছেন।

আমেরিকার বুক ফেস্টিভালের মধ্যে লস অ্যাঞ্জেলেসে বুক ফেস্টিভাল সবথেকে বৃহৎ ফেস্টিভাল। চলতি বছর এই ফেস্টিভাল দুই দিন যাবত অনুষ্ঠিত হয়েছে এবং গতকাল ২৩শে এপ্রিলে ফেস্টিভালের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উত্তর আমেরিকার ইসলামিক সোসাইটির স্টলের কর্মকর্তা আলবার্ট ট্রাম্পী বলেন: বুক ফেস্টিভালে আমরা দীর্ঘ ১০ বছর ধরে এই স্টলটি পরিচালনা করে আসছি এবং সবসময় দর্শনার্থীরা আমাদেরকে ব্যাপক স্বাগত জানিয়েছে। এই বছরে স্টলে পরিদর্শকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন: এখনও ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কুসংস্কার বিরাজ করছে এবং সেসম্পর্কে দর্শরা জানতে অনেক উৎসুক।

আলবার্ট বলেন: এই স্টলের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ তথ্য প্রদান করা। চলতি বছরে এই স্টল থেকে পবিত্র কুরআনের দুই হাজারের অধিক পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

iqna


captcha