IQNA

ঈদে মাবআস উপলক্ষে নাজাফে লক্ষাধিক যায়েরের সমাগম + ছবি

16:46 - April 25, 2017
1
সংবাদ: 2602954
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদে মাবআস মহানবী (স.) এর নবুয়্যত প্রাপ্তি দিবস। আর এই পবিত্র দিবস উপলক্ষে ইরাকের নাযাফের ইমাম আলী (আ.)এর মাযারে লাখ লাখ যায়ের উপস্থিত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: গতরাতে আমিরুল মু'মিনীন আলী (আ.) এর মাজারে মহানবী হযরত মুহাম্মাদ মুস্তাফা (সা.) এর নবুয়্যত প্রাপ্তি দিবস (ঈদে মাবআস) পালিত হয়েছে। ঈদে মাবআস উপলক্ষে ইরাকের বিভিন্ন শহর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক যায়ের ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে উপস্থিত হয়েছেন।

এ ব্যাপারে নাজাফের প্রাদেশিক পরিষদের কর্মকর্তারা 'মাজীদ যায়নী' বলেন: ঈদে মাবয়াস উপলক্ষে যায়েরদের অধিক সেবা প্রদান করার লক্ষ্যে প্রাদেশিক পরিষদের পক্ষ থেকে নাযাফে ২৫শে এপ্রিলে সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন: অবশ্য এই ঘোষণা থেকে নাযাফের সেবা ও নিরাপত্তা সংস্থাকে ব্যতিক্রম করা হয়েছে। এই দিনে এই সংস্থার সকল সদস্য তাদের নিজ দায়িত্ব পালন করবে।

iqna


প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
bgphqpbh
0
0
20
captcha