IQNA

দশ ভাগের নয় ভাগ ইবাদতই যে আমলের মধ্যে নিহিত

22:44 - May 02, 2017
সংবাদ: 2603000
কুরআন ও হাদিসে হালাল রুজির জন্য তালাশ করাকে জিহাদে ও ইবাদতের সাথে তুলনা করা হয়েছে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, দশ ভাগের নয় ভাগ ইবাদতই হালাল রুজি রোজগারের জন্য চেষ্টার মধ্যে নিহিত রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআনে তালাশ ও চেষ্টার উপর গুরুত্বারোপ করে বলা হয়েছে: وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى    এবং মানুষ তাই পায়, যা সে করে।

বহু হাদিসে হালাল রুজির জন্য তালাশ ও চেষ্টাকে ইবাদতের সাথে তুলনা করা হয়েছে, আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) বলেছেন, হালাল রুজির জন্য চেষ্টা করা ভোরে উঠে ইবাতদ করার মতই। ইমাম রেজা (আ.) বলেছেন: হালাল রুজির জন্য চেষ্টা হচ্ছে আল্লাহর পথে জিহাদস্বরূপ।

মহানবী(সা.) বলেছেন: যরা হালালভাবে রুজি অর্জনের জন্য পরিশ্রম করে এবং ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আল্লাত তাকে ক্ষমা করে দেন। তিনি আরও বলেছেন: যারা হালালভাবে রুজি রোজগার করার জন্য বিদেশে পাড়ি জমায় কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে।

মহানবী(সা.) আরও বলেছেন: মানুষের কাছে হাত পাতার চেয়ে দিনমজুরি করা অনেক ভাল। এবং কাঠ কেটে বাজারে বিক্রি করা ভাল। সূত্র: shabestan
ট্যাগ্সসমূহ: ইকনা ، কুরআন ، নবী ، হযরত ، আলী ، রেজা ، ইমাম ، ইবাদত
captcha