IQNA

নাজাফে পবিত্র কুরআনের ১০০ শিক্ষকের প্রশিক্ষণ

9:19 - May 08, 2017
সংবাদ: 2603043
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী নাজাফে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের দারুণ কুরআনুল কারিমের পক্ষ থেকে পবিত্র কুরআনের ১০০ শিক্ষকের প্রশিক্ষণ প্রকল্প শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআনের ১০০ শিক্ষকের প্রশিক্ষণ প্রকল্পের নিয়ন্ত্রক 'আল হাকিম' বলেছেন: উক্ত প্রশিক্ষণ কোর্সের প্রথম পর্ব শুরু হয়েছে। এই পর্ব তিনটি স্তরে গ্রহণ করা হবে। এই কোর্স ইমাম আলী (আ.) নামক কুরআন, নাহজুল বালাগা এবং সাহিফা সাজ্জাদ গবেষণা সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন: পবিত্র কুরআনের দক্ষ কর্মীরা এই প্রকল্পকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে। প্রশিক্ষণ কোর্সের পাশাপাশি উপস্থিত শিক্ষকদের জন্য কুরআন তিলাওয়াতের আহকাম, তাজবিদ, ওয়াকফ, এবতেদা এবং পবিত্র কুরআনের বর্ণমালা ও কুরআন প্রশিক্ষণ দেয়ার আলোকে আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছে।
iqna

নাজাফে পবিত্র কুরআনের ১০০ শিক্ষকের প্রশিক্ষণ
captcha