IQNA

মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা খতিয়ে দেখছে মিয়ানমারের পুলিশ

20:12 - May 13, 2017
সংবাদ: 2603075
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে বসবাসরত মুসলিম পরিবারের ওপর হামলার দায়ে দুই জন বৌদ্ধকে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ।
মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা খতিয়ে দেখছে মিয়ানমারের পুলিশ
বার্তা সংস্থা ইকনা: চরমপন্থি বৌদ্ধরা গত সপ্তাহে দাবী করেছে কয়েকে জন রোহিঙ্গা মুসলমান ইয়াঙ্গুন শহরে বেআইনি ভাবে পালিয়ে জীবন যাপন করছে। এই অভিযোগ করে চরমপন্থি বৌদ্ধরা ইয়াঙ্গুন শহরে বসবাসরত মুসলমানদের বাড়ীতে হামলা করেছে। পুলিশের হস্তক্ষেপে বৌদ্ধরা হামলা চালানো বন্ধ করে।
ইয়াঙ্গুন থানার ওসি 'খিন মাঙ্গ উ' বলেন: এই ঘটনার সূত্র ধরে গতকাল (১২ই মে) দুই জন বৌদ্ধকে গ্রেফতার করা হয়েছে। চরমপন্থি PMU দলের অন্যান্য সদস্যদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ও সরকারের  উপদেষ্টা অং সান সু চি সর্বপ্রথম চরমপন্থি বৌদ্ধদের মোকাবিলার উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘ কয়েক বছর যাবত মুসলমানদের উপর একাধারে পাশবিক হামলা হওয়ার পরেও সেদেশের বৌদ্ধদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে এখন মিয়ানমারের কর্তৃপক্ষের এধরণের ব্যবস্থার পর মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
iqna



captcha