IQNA

কুরআন বিকৃতির নামে অভিযুক্ত হলেন সৌদি গবেষক

21:27 - May 15, 2017
সংবাদ: 2603088
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি গবেষক তার এক বক্তৃতায় বলেছেন সামুদ গোত্রর সাথে সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলের প্রত্নতাত্ত্বিক মাদায়েন সালেহ (হিজাজ নামে প্রসিদ্ধ) এলাকার কোন সম্পর্ক নেই। এধরণে মন্তব্য করার পর সামাজিক নেওয়ার্ক ব্যবহারকারীরা তার বিরুদ্ধে কুরআন বিকৃতি করার অভিযোগে অভিযুক্ত করেছে।
কুরআন বিকৃতির নামে অভিযুক্ত হলেন সৌদি গবেষক

বার্তা সংস্থা ইকনা: সৌদি গবেষক 'লুই আল-শরীফ' mbc টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে গুরুত্বারোপ করে বলেন: সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলের প্রত্নতাত্ত্বিক মাদায়েন সালেহ এলাকায় সামুদ সম্প্রদায় তথা যাদের ওপর আল্লাহর গজব বর্ষিত হয়েছ তাদের বসবাসের স্থান নয়। বরং এটি নেবতীদের সমাধির স্থান। এধরণের মন্তব্য করার পর সামাজিক নেটওয়ার্কে এর বিরুদ্ধে তুমুল সমালোচনার ঝড় ওঠে এবং শরীফকে কাফের ও কুরআন বিবৃতিকারী হিসেবে অবিহিত করে।

এ ব্যাপারে শরীফ বলেন: ইতিহাস ও সভ্যতা সম্পর্কে যে সকল উৎস রয়েছে সেগুলো এবং সৌদি আরবে পর্যটন ও পুরাকীর্তি বোর্ডের তথ্য উপর ভিত্তি করে আমি এই মত প্রকাশ করেছি। এছাড়াও কুরআনেও এর প্রমাণ রয়েছে।

সৌদি আরবের এই গবেষক 'হাফ পোষ্ট আরবি' ওয়েবসাইটে এক বিকৃতিতে প্রকাশ করেছে: ধারণা করা হচ্ছে এই বিষয়টি জনগণের জন্য মোটেও আশ্চর্যজনক নয়। কারণ গবেষকগণ ্ ঐতিহাসিকগণ যারা ইতিহাস ও সভ্যতা উপর লিখেছেন। তারা এই বিষয় সম্পর্কে অনেক ভালোভাবে অবগত রয়েছেন।

তিনি আরও দাবী করেন: অপর এক দলীল হচ্ছে নেবতীগণ জর্ডানের পিট্রা শহর প্রতিষ্ঠিত করেন এবং ঐ শহর গঠন করার পর তারা সৌদি আরবে আসেন। তারা সৌদি আরবে এসে মাদায়েন সালেহ শহর নির্মাণ করেন। ইতিহাসে এই দুটি বিষয়ের অনেক সদৃশ রয়েছে।

উল্লেখ্য, সামুদ এমন এক গোত্রের নাম যারা খ্রীষ্টজন্মের এক হাজার বছর পূর্বে থেকে হযরত মুহাম্মদ (সা.)এর নবুওয়ত প্রাপ্তি পর্যন্ত সৌদি আরবের একটি উপদ্বীপে বসবাস করত। ইতিহাসবিদদের মতে সামুদ গোত্র সৌদি আরবের একটি উপদ্বীপে বসবাস করত। আরবদের প্রথাগত সংস্করণের মতে সামুদ গোত্র সৌদি আরবের উত্তরাঞ্চলে ভ্রমণ করে এবং মাদায়েন সালেহ নিকটে আছলাম পাহাড়ের পাদদেশে জীবন যাপন করেন।

পবিত্র কুরআনে বলা হয়েছে, মহান আল্লাহের গজবের ফলে সামুদ সম্প্রদায় ধ্বংস হয়। মহান আল্লাহ পবিত্র কুরআনের হিজর সূরার ৮০ থেকে ৮৪ নম্বর আয়াতে বলেছেন:

وَ لَقَدْ كَذَّبَ أَصحْابُ الحْجْرِ الْمُرْسَلِينَ

এবং নিঃসন্দেহে হিজ্র-বাসীরাও রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছিল।

وَ ءَاتَيْنَاهُمْ ءَايَاتِنَا فَكاَنُواْ عَنهْا مُعْرِضِينَ

এবং আমরা তাদেরও আমাদের নিদর্শনসমূহ প্রদান করেছিলাম। কিন্তু তারা তা থেকে বিমুখ ছিল।

وَ كاَنُواْ يَنْحِتُونَ مِنَ الجْبَالِ بُيُوتًا ءَامِنِينَ

এবং তারা নিরাপদে পর্বত কেটে গৃহ খনন (নির্মাণ) করত।

فَأَخَذَتهْمُ الصَّيْحَةُ مُصْبِحِينَ

অবশেষে এক প্রভাতে অত্যুচ্চ ধ্বনি তাদের পাকড়াও করল।

فَمَا أَغْنىَ‏ عَنهْم مَّا كاَنُواْ يَكْسِبُونَ

তারা যা কিছু অর্জন করত তা তাদের কোন কাজে আসেনি।

ইতিহাসবিদদের মতে সামুদ গোত্র নেবতীদের অনেক পূর্বে থেকেই ঐ স্থানে বসবাস করত এবং ঐ গোত্র অনেক শক্তিশালী গোত্র ছিল। তারা পাহাড়ে গুহা তৈরি করে সেখানে জীবন যাপন করত। সামুদ সম্প্রদায়ের ঘটনা পবিত্র কুরআনের বেশ কয়েকটি সূরাই উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের কিছু নাগরিক মাদায়েন সালেহ অঞ্চলে ভ্রমণ করা থেকে নিজেদেরকে বিরত রাখেন। তারা বিশ্বাস করেন ঐ স্থানে মহান আল্লাহ শাস্তি নাযিল হয়েছে।

iqna


ট্যাগ্সসমূহ: সৌদি ، গবেষক ، সামুদ ، গোত্ ، আরব ، ইকনা ، কুরআন
captcha