IQNA

ইমাম মাহদীর (আ.) রাষ্ট্রের ন্যায়পরায়ণতা

22:26 - May 16, 2017
সংবাদ: 2603097
মাহদাভিয়াত বিভাগ: ইমাম মাহদীর (আ.) হুকুমতের সকল উদ্দেশ্য ও কর্মসূচী গঠনমূলক ও বাস্তবমুখী যার মূলে রয়েছে মানুষের বিবেক, সকলেই যার প্রতীক্ষায় ছিল। ইমামের সকল কর্মসূচী কোরআন ও সুন্নত মোতাবেক এবং তা সম্পূর্ণটাই বাস্তবায়ন হওয়ার উপযোগী। সুতরাং এ মহান বিপ্লবের সাফল্য অতি ব্যাপক। এক কথায় ইমাম মাহদীর (আ.) হুকুমতের সাফল্য মানুষের সকল পার্থিব ও আধ্যাত্মিক সমস্যা সমাধানে যথেষ্ট।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বিভিন্ন রেওয়ায়তে বর্ণিত হয়েছে যে, ইমাম মাহদীর (আ.) মহান বিপ্লবের প্রধান সাফল্য হচ্ছে সর্বজনীন ন্যায়পরায়ণতা। কায়েমে আলে মুহাম্মদের (আ.)-এর হুকুমতে সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার একটি মূলমন্ত্র হিসাবে বিরাজ করবে এবং ছোট, বড় সব ধরনের প্রতিষ্ঠানেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এমনকি মানুষের আচরণও ন্যায়ের ভিত্তিতে হবে।

ইমাম রেযা (আ.) এ সম্পর্কে বলেছেন: তিনি যখন কিয়াম করবেন পৃথিবী আল্লাহর নুরে আলোকিত হয়ে যাবে। তিনি ন্যায়ের মানদণ্ডকে এমনভাবে স্থাপন করবেন যে কেউ কারো প্রতি সামান্যতম জুলুম করতে পারবে না।

এ রেওয়ায়ত থেকে বোঝা যায় যে, ইমাম মাহদীর (আ.) ন্যায়বিচার এত বেশী ব্যাপক যে অত্যাচারীদের অত্যাচারের পথ বন্ধ হয়ে যাবে। এভাবে অন্যায়ের পথ সম্পূর্ণরূপে রুদ্ধ হয়ে যাবে।

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন: ام سلمه عن رسول الله صل الله علیه وآله «ویظهر من العدل ما یتمنّی له الأحیاء أمواتهم؛» ইমাম মাহদীর রাষ্ট্রের ন্যায়পরায়ণতা দেখে জীবিতরা বলবে, আমাদের মৃতরা যদি জীবিত হত তাহলে দেখতে পারত যে ইমাম মাহদীর শাসনামলে আমরা কত সুখ শান্তি ও ন্যায়পরায়ণতা ভোগা করছি। সূত্র: শাবিস্তান
captcha