শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন, তোমাদেরকে মাহদীর সুসংবাদ দিচ্ছি যে কুরাইশ বংশ থেকে আসবে। আর তার খেলাফত ও রাষ্ট্র পরিচালণায় আসমান ও জমিনের সকলেই খুশি ও সন্তুষ্ট থাকবে।
তিনি আরও বলেছেন: আমার বংশ থেকে এক ব্যক্তি কিয়াম করবে যার প্রতি দোজাহানের সবাই খুশি থাকবে।
ইমাম মাহদী(আ.) সবাইকে এক বশেী ভালবাসবেন যে, ছোটরা বলবে আমরা যদি বড় হতাম আর বড়রা বলবে আমরা যদি ছোট হতাম।
বড়রা এই জন্য ছোট হতে চাবে যে তারা আরও বেশী দিন ইমাম মাহদীর রাষ্ট্রের শান্তি ভোগ করতে পারবে। আর ছোটরা এ জন্য বড় হতে চাবে যে তারা রাষ্ট্রপরিচালনার কাজে ইমামকে সাহায্য করতে পারবে।
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: আমার বংশ থেকে এমন এক ব্যক্তি কিয়াম করবে, যে পৃথিবীকে শান্তিময় করবে। তার সময়ে সবাই খুশি ও আনন্দিত থাকবে। এমনকি কবরবাসীরা জীবন্ত হওয়ার আকাঙ্খা করবে।