বার্তা সংস্থা ইকনা: "প্রতিনিধি কমিটি" নামে প্রসিদ্ধ দায়েশের মূল মেরুদণ্ড এবং উক্ত সন্ত্রাসী গোষ্ঠীর নেতাদের প্রতিনিধি কমিটি এই বিষয়টি স্বীকার করেছে।
দায়েশে এই বিবৃতিতে দাবী করেছে, তৌহিদ ও একেশ্বরবাদ ছাড়া এই গোষ্ঠী অন্য কোন পথ বেছে নেয়নি। এই দল পায়গাম্বারগণ এবং ফেরেশতাদের খোদার দাওয়াতের কাজকে অব্যাহত দিচ্ছে!
এই বিবৃতিতে আরও উল্লেখ করেছে, আমরা সৌদি আরবের নাজদের 'ইমাম মোহাম্মাদ বিন আব্দুল ওয়াহাব আল তামিমি"কে অনুসরণ করছি।