IQNA

মহান আল্লাহর নিকট সব থেকে প্রিয় খাবার!

23:25 - May 29, 2017
সংবাদ: 2603168
মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন, আল্লাহর নিকট সব থেকে প্রিয় খাবার হচ্ছে যে খাবার সবাই মিলে একসাথে খায়। যে খাবার সবা্ একসাথে খায় সেই খাবার সব থেক উত্তম কেননা, আল্লাহর রহমত সমষ্টির সাথে।

 বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহানবী আরও বলেছেন, তোমাদের মধ্যে সব থেকে মন্দ লোক সে যে একা একা খাবার খায় এবং অন্যকে দেয় না।

তিনি আরও বলেছেন: তিনিটি জিনিসের মধ্যে কল্যান ও বরকত রয়েছে, সবাই মিলে এক সাথে খাদ্য খাওয়া, ভোরে খাওয়া এবং পড়া খাবার তুলে খাওয়া।

মহানবী আরও বলেছেন: যখন খাবার খাওয়া চারটি জিনিসের সাথে সম্পন্ন তখন তা পরিপূর্ণতা পায়। ১- খাদ্য হালাল হবে, সবাই মিলে খাদ্য খাবে, বিসমিল্লাহ বলে শুরু করবে এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করবে।

ইমাম কাজিম(আ.) বলেছেন: মহানবী তিন শ্রেণীর লোককে অভিষম্পাত করেছেন, তাদের মধ্যে এক দল হচ্ছে যারা একা একা খাবার খায়।

ইমাম রেজা(আ.) যখন খাবার খেতেন তখন সবাইকে নিয়ে খেতেন। সেখানে দাস থেকে শুরু করে সব কাজের লোকরাও থাকত।

সূত্র: তিববুন নাবী এবং আল কাফি।

captcha