
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের পর এ পৃথিবীর মানুষ কেমন সুফল ভোগ করবে কিংবা পৃথিবীর মধ্যে কেমন ইতিবাচক পরিবর্তন আসবে, সে সম্পর্কে আমিরুল মু’মিনিন আলী (আ.) থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে; তিনি বলেন:
«وَبِمَهْدِیِّنا تَنْقَطِعُ الحُجَجُ، فَهُوَ خاتَمُ الأئِمَّةِ وَمُنْقِذُ الأمَّةِ وَمُنْتَهَی النُّورِ وَغامِضُ السِّرِّ.»
অর্থাৎ আমাদের বংশের মাহদীর (আ.) আবির্ভাবের মাধ্যমে আল্লাহর হুজ্জাতের পরিসমাপ্তি ঘটবে, সে ইমামতিধারার সর্বশেষ ইমাম, সে মানবতার মুক্তির দূত এবং পরিত্রাণ দাতা। সে মানুষের পথচলার ক্ষেত্রে অত্যুজ্জল আলোস্বরূপ।
সূত্র: বিহারুল আনওয়ার, খণ্ড-৭৭, পৃ. ৩০০