IQNA

দায়েশের হাত থেকে মসুলের বিলাল মসজিদ এবং লোহার সেতু মুক্ত

23:12 - July 02, 2017
সংবাদ: 2603358
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে মসুলের প্রাচীন বিলাল হাবাশী মসজিদ এবং লোহার সেতু মুক্ত করা হয়েছে।
দায়েশের হাত থেকে মসুলের বিলাল মসজিদ এবং লোহার সেতু মুক্ত
বার্তা সংস্থা ইকনা: ইরাকি ফেডারেল পুলিশ বাহিনীর কমান্ডর বলেছেন: রবিবার পুলিশ বাহিনীর সদস্যরা আল-নাজিফি রোডের নিকটে বিলাল হাবাশী মসজিদ মুক্ত করে সম্পূর্ণরূপে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।
তিনি বলেন: মসুলের দক্ষিণাঞ্চলে পুলিশের দায়েশ বিরোধী অপারেশন এখনও অব্যাহত রয়েছে। মসুলের প্রাচীন নিদর্শন লোহার সেতুও দায়েশের হাত থেকে পুলিশ মুক্ত করেছে।
iqna




captcha