তিনি বলেন: আমরা ২০১৫ সালে গরীবদের খাদ্য প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করি। আমার পরিবাদের সকল সদস্য গরীব ও দুস্থদের খাদ্য প্রদান করতে সাহায্য করছে। বিভিন্ন ধরণের খাবারের সমন্বয়ে প্রতিদিন সকাল ৯টার মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
হায়দার মুসাভী হায়দ্রাবাদের একটি মাদ্রাসার প্রধান শিক্ষক। তিনি আরও বলেন: আমার স্ত্রী, সন্তান ও এই সংগঠনের অন্যান্য সদস্যরা দুস্থদের খাদ্য বিতরণের জন্য সাহায্য করে।
হায়দার মুসাভী বলেন: হায়দ্রাবাদ শহরের ১৬টি অঞ্চল খাদ্যের এসকল প্যাকেট বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে এই শহরের অন্যান্য অঞ্চল সহকারে সিকন্দরাবাদ শহরেও এই প্রকল্পের বিস্তার ঘটানো হবে।