IQNA

ভারতে অভাবীদের জন্য খাদ্য বিতরণ

20:22 - July 10, 2017
সংবাদ: 2603398
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হায়দ্রাবাদ শহরে একদল শিয়া মুসলমান দুস্থ ও অভাবীদের জন্য খাদ্য বিতরণ করছে।
ভাতরে অভাবীদের জন্য খাদ্য বিতরণ
বার্তা সংস্থা ইকনা: শিয়া মুসলমানেরা প্রতিদিন প্রায় ১০০ প্যাকেট খাবার বিতরণ করছে। এসকল প্যাকেটে ভাত, তরকারী এবং সিদ্ধ ডিম সহকারে বিভিন্ন প্রকার খাবার রয়েছে। এই প্রকল্পের আয়োজক "হায়দার মুসাভী" এ ব্যাপারে বলেন: ইমাম আলী (আ.) যেমন এতিম ও অভাবীদের খাদ্য বিতরণ করতেন। ঠিক সেই আদর্শ অনুধাবন করে " ক্ষুধার্তদের জন্য খাদ্য" ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এই প্রকল্প বাস্তবায়ন করব।

তিনি বলেন: আমরা ২০১৫ সালে গরীবদের খাদ্য প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করি। আমার পরিবাদের সকল সদস্য গরীব ও দুস্থদের খাদ্য প্রদান করতে সাহায্য করছে। বিভিন্ন ধরণের খাবারের সমন্বয়ে প্রতিদিন সকাল ৯টার মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

হায়দার মুসাভী হায়দ্রাবাদের একটি মাদ্রাসার প্রধান শিক্ষক। তিনি আরও বলেন: আমার স্ত্রী, সন্তান ও এই সংগঠনের অন্যান্য সদস্যরা দুস্থদের খাদ্য বিতরণের জন্য সাহায্য করে।

হায়দার মুসাভী বলেন: হায়দ্রাবাদ শহরের ১৬টি অঞ্চল খাদ্যের এসকল প্যাকেট বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে এই শহরের অন্যান্য অঞ্চল সহকারে সিকন্দরাবাদ শহরেও এই প্রকল্পের বিস্তার ঘটানো হবে।

iqna


captcha