
Thestar ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: শেফিল্ড মসজিদের মুসল্লিরা, মসজিদের সাবেক মুতাওয়াল্লি ‘আলহাজ্ব মুহাম্মাদ সিদ্দিকে’র পরিবারের সহযোগিতায় ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে এ অর্থ দান করেছেন।
আলহাজ্ব মুহাম্মাদ সিদ্দিক ২ বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে প্রাণ হারান। তিনি দীর্ঘ ৪ মাস যাবত সেইন্ট লুক হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার জীবনের শেষের ২ মাস তিনি এই হাসপাতালে অবস্থান করেন।
গতবছরও মসজিদের মুসল্লিরা ১ হাজার পাউন্ড এ হাসপাতালে দান করেছিলেন।
মসজিদের মুসল্লিরা চলতি বছর ঈদুল ফিতরের দিন ১৩৬০ পাউন্ড সংগ্রহ করে হাসপাতালে দান করেছেন।
সেইন্ট লুক হাসপাতালের কর্মকর্তা মাগান সিনিয়র বলেন: শেফিল্ড শহরের মসজিদ ইতিবাচকভাবে যে সহযোগিতা করছে তাতে আমরা আনন্দিত।
তিনি বলেন: হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতে মসজিদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়টি বিবেচনা করছে।#
3618144