বার্তা সংস্থা ইকনা: দি কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস ‘কেয়ার’ সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলছে, ২০১৩ সাল থেকে ইসলামভীতি জনিত অপরাধের সংখ্যা যাচাই করার ক্ষেত্রে দেখা গেছে এর পরিমাণ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এছাড়া পক্ষপাতদুষ্ট অপরাধের পরিমাণও একই সময়ে বৃদ্ধি পেয়েছে ২৪ ভাগ।
কেয়ার’এর সমন্বয়ক জয়নব আরেইন বলেন, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প শিবির থেকে যে মুসলিম বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছিল তারই প্রভাবে এধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এধরনের অপরাধ চলতে থাকলে এ বছর হবে এমন অপরাধে ঘটা সবচেয়ে খারাপ বছর।
মুসলিম হওয়ার কারণে কাউকে হয়রানি করা, হুমকি দেওয়া, সম্পদ নষ্ট করা, হিজাব পড়ায় তা খুলে ফেলার চেষ্টা করা বা দৈহিক আক্রমণের মত ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ২০১৫ সালের তুলনায় এধরনের অপরাধ ২০১৬ সালে বৃদ্ধি পায় ৪০ শতাংশ।
এমনকি এধরনের অপরাধ মুসলমানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রাতিষ্ঠানিকিকরণ হয়ে পড়ায় সামনের দিনগুলোতে আরো বিপজ্জনক প্রবণতা অপেক্ষা করছে বলে আশঙ্কা করা হচ্ছে। ৬টি মুসলিম দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা এমনি এক প্রশাসনিক সিদ্ধান্ত যার ফলে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ অব্যাহতভাবে বাড়ছে।
iqna