
বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের আল এইজারিয়াতে ইসরাইলি সেনাদের ছোড়া তাজা গুলিতে আহত ১৭ বছর বয়সি উদোয় নাওয়াজা গতকাল শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া পশ্চিম তীরে আবু দিস শহরে পেট্রোল বোমায় আহত ১৮ বছর বয়সি আরেক ফিলিস্তিনিও মারা গেছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের পূর্ব জেরুজালেম আল-কুদসে অবস্থিত মসজিদটির আঙিনায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইহুদিবাদী ইসরাইল গত ১৪ জুলাই আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়। এমনকি আল-আকসা মসজিদে মুসল্লিদের জুমার নামাজ আদায় বন্ধ করে দেয় ইসরাইল। অবশ্য এর দু'দিন পর এটি আবার খুলে দেয়া হলেও ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে মেটাল ডিটেক্টর এবং ক্যামেরা ব্যবহারসহ নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।এর পরিপ্রেক্ষিতে মুসলমানরা সেখানে প্রবেশে অস্বীকৃতি জানায় এবং প্রতিবাদে তারা মসজিদের বাইরের আঙিনায় নামাজ আদায় করে আসছেন। পার্সটুডে