বার্তা সংস্থা ইকনা: ইসরাইলি পুলিশ ২৩শে জুলাই সকালে আল আকসা মসজিদের "আল আসবাত" দরজায় বেশ কয়েকটি নজরদারী ক্যামেরা ইনস্টল করেছে।
আল আলাম সংবাদ সংস্থা গুরুত্বারোপ করে বলেছে, আল আকসা মসজিদে ইসরাইলিদের এধরণের পদক্ষেপের কারণে আলেমগন তীব্র ভাবে বিরোধিতা করেছেন এবং এই পবিত্র স্থানের পরিস্থিতি পূর্বে অবস্থানে ফিরিয়ে নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তারা গুরুত্বারোপ করে বলেছেন: যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনিক গেটস ও নিয়ন্ত্রিত সেতু সরানো হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা মসজিদের ভিতরে প্রবেশ না করে বাহিরে অবস্থান করব।
iqna