বার্তা সংস্থা ইকনা: হজ করতে হাজিদের সৌদি আরবে যাওয়ার জন্য কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অথচ ভারতে হজ কমিটিতে প্রায় এক মাস যাবত কোন পরিচালক ছাড়াই পরিচালিত হচ্ছে।
ভারতে হজ কমিটি সেদেশের মুম্বাইয়ে অবস্থিত এবং এখনও পর্যন্ত উপ পরিচালকের মধ্যে এই কমিটির কাজ পরিচালিত হচ্ছে।
হজ কমিটির সাবে উপ পরিচালক 'সোহেল লোকনাথ ভোলা বলেন: এবারই প্রথম বারের মত পরিচালক ছাড়া হজ কমিটি পরিচালিত হচ্ছে।
তিনি বলেন: ২০০২ সালে পাশকৃত হজের বিধেয়ক অনুযায়ী, হজ কমিটির পরিচালক পদ কখনোই শূন্য থাকবে না।
এধরণের ঘটনার জন্য ভারতের জনগণ সরকারের ব্যবস্থাপনার নিন্দা জানিয়েছে।
iqna