
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র কুরআনেও ইশারা করা হয়েছে যে, ফেরেশতারা মহানবীকে সাহায্য করার জন্য দুনিয়াতে এসেছিলেন। তবে আল্লাহর এই সাহায্য শুধুমাত্র নবিজীর সময় বা যুগের মধ্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহর পথে তাকওয়ার সাথে দৃঢ়তা দেখাতে পারলে সেখানে ফেরেশতাদের সাহায্য থাকে।
ইমাম বাকের(আ.) বলেছেন: বদরের যুদ্ধে যে পাঁচ হাজার ফেরেশতা মহনবীকে কাফের ও মুশরিকদের বিরুদ্ধে সাহায্য করার জন্য এসেছিলেন তারা এখনও দুনিয়াতে আছেন এবং তারা ইমাম মাহদীকে সাহায্য করার জন্য অপেক্ষা করছেন।
এছাড়াও হাদিসে বর্ণিত হয়েছে, তিন শ্রেণীর সৈন্যরা ইমাম মাহদীকে সাহায্য করবেন, একদল ফেরেশতা, একদল মু’মিন আর ভয় ও ত্রাস। শত্রুদের মনে এমন ভয়ের সঞ্চার হবে যে তারা ইমাম মাহদীর বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহসও পাবে না।