IQNA

পবিত্র কুরআন অবমাননার দায়ে যুবক গ্রেফতার

23:16 - August 21, 2017
সংবাদ: 2603667
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি মাজারের কাছে কুরআনের পাতা পোড়ানোর অভিযোগে একজন খ্রিস্টান কিশোরকে গ্রেফতার করা হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা বলছেন।

বার্তা সংস্থা ইকনা: স্থানীয় পুলিশ বলছে, আসিফ মাসিহ নামের ১৮ বছর বয়সী ওই কিশোরের বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগ আনা হয়েছে।

'১২ অগাস্ট রাতে পুলিশের কাছে অভিযোগ আসে যে প্রদেশের একটি মাজারের সামনে পবিত্র কুরআন পোড়াচ্ছে এক খ্রিস্টান কিশোর' -বার্তা সংস্থা এএফপিকে বলে পুলিশ কর্মকর্তা আসগর আলী।

স্থানীয় পুলিশ কর্মকর্তা পারভেজ ইকবাল এ ঘটনা তদন্ত করে দেখছেন।

তিনি জানান, ''ওই কিশোরকে পুলিশ যখন নিয়ে যাচ্ছিল তখন এক চেকপোস্টের পাশে প্রায় দুই শ'র মতো মানুষের ভিড় জমেছিল। তারা বলছিল অভিযুক্ত ওই কিশোরকে যেন তাদের হাতে দিয়ে দেয়া হয়।''

'আমরা পরে অনেকটা গোপনেই কিশোরকে ওয়াজিরাবাদ পুলিশ স্টেশনে নিয়ে আসি। সেখানে জিজ্ঞাসাবাদে আসিফ মাসিহ তার দোষ স্বীকার করে।'

আদালতের বিচারে অপরাধ প্রমাণিত হলে ওই কিশোরের মৃত্যুদণ্ডও হতে পারে। তবে মাসিহর বাবা বলেছেন, তার সন্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
iqna

captcha