
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি গবেষক ও চিন্তাবিদ ডা: মুহাম্মাদ হাদী ফাল্লাহ জাদেহ জানিয়েছেন: ইসলাম ঐক্য ও সংহতির ধর্ম। আমরা যদি ইসলামি বিধানাবলী বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে, প্রতিটি বিধানের অন্যতম দর্শন বা শিক্ষা হচ্ছে ঐক্য ও সংহতি। ইসলাম আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। ইসলামে প্রতিদিন ৫ ওয়াক্ত নামায আদায়ের আদেশ করা হয়েছে। সাথে সাথে এ আদেশও দেয়া হয়েছে যে, মসজিদে যেয়ে এবং জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে নামায আদায় করতে বলা হয়েছে এবং এ কাজের বিশেষ সওয়াব ও ফজিলতের প্রতিও ইশারা করা হয়েছে। অর্থাৎ মানুষ জামাতের সাথে নামায আদায়ের মাধ্যমে এক কাতারে দাড়িয়ে এক সাথে রুকু ও সেজদার মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করবে এবং সম্মিলিতভাবে এ আনুগত্য প্রকাশের মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির শিক্ষারও বহি:প্রকাশ ঘটাবে।
তিনি আরও বলেন: পবিত্র হজ্বের বিধানেও আমরা লক্ষ করি যে, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রং ও ভাষার মুসলমানরা এক সাথে হজ্বের আনুষ্ঠানিকতা পালন এবং কাবা ঘর তাওয়াফের মাধ্যমে ইসলামি বিধানাবলীর মধ্যে নিহিত ঐক্যের বহি:প্রকাশ ঘটায়। তাই হজ্ব হলো মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সম্প্রীতির অন্যতম প্রতীক। কিন্তু দু:খের বিষয় যে, আজ আমরা প্রত্যক্ষ করি যে, সৌদি ওহাবি চক্র হজ্বকে নিজেদের স্বার্থে কাজে লাগিয়ে মুসলমানদের মধ্যে ভেদাভেদ ছড়াচ্ছে। শাবিস্তান