বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআন হেফজের পূর্বে রাবেয়া ইয়াসিনের আরবি ভাষা সম্পর্কে কোন ধারণা ছিলোনা। তবে তিনি ছয় বছরের মধ্যে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন। তিনি ইসলামাবাদের অদূরে কোঞ্জারত গ্রামে জীবন যাপন করেন। সেখানে একটি কুরআনের মকতবে নিয়মিত ক্লাস করে তিনি কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
তিনি কুরআন হেফজ করার পর এই বছরে হজ পালন করেছেন। তার বোন এবং বোনের স্বামীর সাথে তিনি হজ করার জন্য ওহীর দেশে গিয়েছেন।
এক সাংবাদিক রাবেয়া ইয়াসিনকে মসজিদুন নবাবীর এক কোনে বিশেষ প্রশান্তির সাথে বসে থাকতে দেখেন। তার সঙ্গী সাংবাদিককে জানান, ছয় বছর পূর্বে রাবেয়া হজে আসতে চেয়েছিলেন এবং তখন থেকে অর্থ সংগ্রহ করতে শুরু করেন। তার সংগ্রহীত অর্থ এবং আত্মীয়-স্বজনদের সাহায্যের ফলে তার মনের আশা পূর্ণ হয়েছে। এর এ সময়ের মধ্য তিনি কঠোর অধ্যবসায়ের মাধ্যমে তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
রাবেয়া ইয়াসিনের সঙ্গী আরও জানান, সৌদি আরবে আসার পর রাবেয়া সম্পূর্ণ রয়েছেন এবং হজের সকল আমল সম্পন্ন করেছেন। কোন বিষয়ে তার কোন অভিযোগ নেই।
iqna