বার্তা সংস্থা ইকনা: এই পোষ্টারে একটি শুকরের ছবির উপরে ইসলাম ধর্মকে অবমাননা করে লেখা হয়েছে: "ইসলাম? আমাদের খাদ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
জার্মানের ডানপন্থী দল "অলটারনেটিভ ফর জার্মানি"-এর পক্ষ থেকে প্রকাশিত অন্যান্য নির্বাচনী পোস্টারের থেকে এই পোস্টারের পার্থক্য হচ্ছে, অন্যান্য পোষ্টারে এই দলে লোগো লাগানো রয়েছে, কিন্তু ইসলাম অবমাননাকর এই পোষ্টারে তাদের কোনো লোগো লাগানো নেই।
অলটারনেটিভ ফর জার্মানি (a f g) একটি রক্ষণশীল পার্টি যা ২০১৩ সালে নির্মিত হয়েছে।
এই দলটি সেদেশে ইসলাম বিরোধী দল হিসেবে প্রসিদ্ধ।