IQNA

গৌতম বুদ্ধ থাকলে রোহিঙ্গা মুসলিমদের সহায়তা করতেন : দালাইলামা

15:54 - September 11, 2017
সংবাদ: 2603802
আন্তর্জাতিক ডেস্ক : তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা দালাইলামা এই মন্তব্য করেছেন। আর বিষয়টি নিয়ে তিনি নিজের 'খুবই দুঃখিত' হওয়ার কথাও বলেন।
গৌতম বুদ্ধ থাকলে রোহিঙ্গা মুসলিমদের সহায়তা করতেন : দালাইলামা
বার্তা সংস্থা ইকনা: গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী ও রাখাইন বৌদ্ধদের হত্যাযজ্ঞের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি। রোহিঙ্গাবিরোধী চলমান ওই সহিংসতায় এ পর্যন্ত ৩ লাখ রোহিঙ্গা দেশটি ছেড়ে পালিয়ে গেছে এবং আরো পালাচ্ছে। রাখাইনে প্রায় ১১ লাখ রোহিঙ্গা মুসলিম বসবাস করতেন।

তিনি বলেছেন, 'ওই লোকগুলো...তুমি দেখছ...মুসলিমদের নিপীড়ন করছে...তাদের স্মরণ করা উচিত, গৌতম বুদ্ধ এমন পরিস্থিতিতে, অবশ্যই ওই গরীব রোহিঙ্গা মুসলিমদের সহায়তা করতেন। ' 'সুতরাং এখন, আমি অনুভব করছি...খুবই দুঃখ...খুবই দুঃখ,' বললেন দালাইলামা।

উল্লেখ্য, সম্প্রতি সহিংসতার ফলে এক হাজারের উর্ধ্বে রোহিঙ্গা মুসলমান নিহত এবং প্রায় তিন লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে।

iqna

http://iqna.ir/fa/news/3640611

captcha