তিনি বলেছেন, 'ওই লোকগুলো...তুমি দেখছ...মুসলিমদের নিপীড়ন করছে...তাদের স্মরণ করা উচিত, গৌতম বুদ্ধ এমন পরিস্থিতিতে, অবশ্যই ওই গরীব রোহিঙ্গা মুসলিমদের সহায়তা করতেন। ' 'সুতরাং এখন, আমি অনুভব করছি...খুবই দুঃখ...খুবই দুঃখ,' বললেন দালাইলামা।
উল্লেখ্য, সম্প্রতি সহিংসতার ফলে এক হাজারের উর্ধ্বে রোহিঙ্গা মুসলমান নিহত এবং প্রায় তিন লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে।
iqna
http://iqna.ir/fa/news/3640611