IQNA

কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠেয় গণভোটে নেতানিয়াহু'র সমর্থন

22:31 - September 13, 2017
সংবাদ: 2603824
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠেয় গণভোটের প্রতি সমর্থন দিয়েছেন। চলতি মাসের ২৫ তারিখে ইরাকের কুর্দিস্তানে গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে কিন্তু ইরাকের কেন্দ্রীয় সরকার এর বিরোধিতা করছে। এছাড়া, ইরান ও তুরস্কের মতো আঞ্চলিক দেশগুলোও এর বিরোধিতা করে আসছে।

বার্তা সংস্থা ইকনা: নেতানিয়াহুর দফতর থেকে আজ (বুধবার) এ সমর্থনের ঘোষণা দেয়া হয়। অবশ্য বিবৃতিতে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে'র প্রতি বিরোধিতা ব্যক্ত করছে তেল আবিব। পিকেকে তেল আবিবের বিবৃতিতে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়েছে। অবশ্য তুরস্কে স্বায়ত্তশাসনের দাবিতে অনেক দিন ধরে লড়াই করছে পিকেকে।

মধ্য আগস্টে মার্কিন রিপাবলিকান দলীয় ৩৩ কংগ্রেস সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময়ে ইরাককে ভাগ করার এবং স্বাধীন কুর্দি রাষ্ট্র গঠনের বিষয়ে আগ্রহ দেখিয়েছিলনে নেতানিয়াহু। পার্সটুডে
captcha