IQNA

ওরা মাত্র ৩০%, একটা দিন মুসলিমদের দেবেন না : মমতা ব্যানার্জী

21:11 - September 19, 2017
সংবাদ: 2603871
আন্তর্জাতিক ডেস্ক : পুজার থিম মাহিষমতির রাজপ্রাসাদ। মাহিষমতি শুনে মনে পড়ে গেল তো বাহুবলীর কথা? হ্যাঁ, ঠিকই ধরেছেন। বাহুবলীর জনপ্রিয়তার কথা মাথায় রেখে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম দক্ষিণী ছবিতে ব্যবহৃত এই প্রাসাদই।


বার্তা সংস্থা ইকনা: প্রতিমাও সেজে উঠেছে কোটি টাকার গয়নায়। আর আজ হয়ে গেল প্রতিমার উদ্বোধন। আসবেন না আসবেন না করেও উদ্বোধনে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এমনিতে, শ্রীভূমি স্পোর্টিং সুজিত বসুর পুজা হিসেবে খ্যাত। গতবছরও মমতাকে দিয়ে পুজার উদ্বোধন করিয়েছিলেন সুজিত। তবে, সেবার সশরীরে আসেননি। রিমোটের মাধ্যমে উদ্বোধন করেছিলেন। এবার এলেন। বললেন, "সুজিত অনেক জোরাজুরি করছিল। তাই, এলাম। ও এলাকায় ভালো কাজ করে।”

কথায় কথায় উঠে এল মহরম-নিরঞ্জন কাজিয়া প্রসঙ্গ! মুখ্যমন্ত্রীর সাফ জবাব, "কোথায় কাজিয়া ? সবাই শান্তিতে আছে। হেসে-খেলে আনন্দে আছে। কিছু লোক মিথ্যা বলছে। কুৎসা করছে। ওরা আসলে সাম্প্রদায়িক অশান্তি বাঁধাচ্ছে। ওদের কথায় কান দেবেন না। আমি ধর্মে বাধা দিচ্ছি না। দশমীতে নিরঞ্জন হবে। আর ওরা মাত্র ৩০ শতাংশ (মুসলমান সম্প্রদায়ের মানুষজন)। একটা দিন ওদের দেবেন না? মহরমের মিছিল হোক আমি চাই। তবে, সেই মিছিল থেকে অশান্তি বাঁধানোর চেষ্টা হলে প্রশাসন ব্যবস্থা নেবে। আমি সবদিকে নজর রাখব। কয়েকজন লোক আছে, যারা শুধু দেশলাই জ্বালাতে চায়। অন্যের ঘরে আগুন লাগাতে চায়। আমি তাদের দেশলাই কেড়ে নেব।”

এরপর মমতা বলেন, "মা দুর্গা তো কাউকে কানে কানে বলে দেয়নি, নকল রামের পুজা করতে হবে। আর দুর্গাপুজা করতে হবে না। আমি দুর্গাপুজা করি। দুর্গাপুজা আমাদের উৎসব। আমি তো রামকে ঘৃণা করি না। আমি শিবপুজা করি। মহাদেব ছাড়া মা দুর্গা হয়?” এমটিনিউজ
captcha