IQNA

ইসলামী দেশে আযানের উপর সীমাবদ্ধতা

17:51 - September 21, 2017
সংবাদ: 2603885
আন্তর্জাতিক ডেস্ক: আলজিয়ার্সের এন্ডোউমেন্ট এবং ধর্ম মন্ত্রণালয় আযান সীমাবদ্ধতা করার জন্য এক বিতর্কিত আইন বাস্তবায়ন করেছে।
ইসলামী দেশে আযানের উপর সীমাবদ্ধতা
বার্তা সংস্থা ইকনা: আলজিয়ার্সের এন্ডোউমেন্ট এবং ধর্ম মন্ত্রণালয় নতুন একটি আইন জারি করেছে। এই আইনের মাধ্যমে আযান সীমাবদ্ধতা করা হয়েছে। এতে বলা হয়েছে আযান শুধুমাত্র ইবাদতের স্থানে প্রচার করা হবে।

এছাড়াও এই আইনে মসজিদের স্পিকারগুলো এমন ভাবে নির্ধারণ করতে হবে যাতেকরে নগরবাসীদের কোন যন্ত্রণার কারণ না হয়।

আলজেরিয়ার ধর্ম ও এন্ডোউমেন্ট মন্ত্রী মুহাম্মাদ ইসা ১৮ই সেপ্টেম্বর এই আইনকে অনুসরণ করে মসজিদে উচ্চস্বরে স্পিকারে আযান বন্ধ এবং সীমাবদ্ধতার জন্য দায়িত্ব গ্রহণ করেছে।

১০ ধারার এই আইনে আযানের শুরুতে চারবার "আল্লাহু আকবার" বলার স্থানে দুই বার "আল্লাহু আকবার" বলা এবং স্পিকারে উচ্চস্বরে আযান দেয়ার জন্য যদি কোন এলাকার অধিবাসীদের অসুবিধা হয় তাহলে সেখানে উচ্চস্বরে আযান দয়া বন্ধ করতে হবে বলে উল্লেখ রয়েছে।

এই আইনে আরও উল্লেখ রয়েছে আযানের সময়ের পূর্বে আযান দেয়া যাবে না এবং সরকারী সময় ছাড়া অন্য কোন সময় কেউ আযান দিতে পারবে না।

ধর্মীয় সম্প্রদায়ের প্রতিক্রিয়া

এই আইনের বিরুদ্ধে আলজেরিয়ার ধর্মীয় দল এবং সম্প্রদায়সমূহ তীব্র সমালোচনা করেছে। এরপূর্বে এই মন্ত্রণালয় সেদেশের পাঠ্যবই থেকে «بسم الله الرحمن الرحیم» "বিসমিল্লাহির রাহমানির রাহিম" তুলে দিয়েছে।

আলজেরিয়ার "Unity and Justice and Construction for Awakening." পার্টির সংসদ প্রতিনিধি হাসান আরিবি বলেন: ইহুদিবাদী ইসরাইলের নির্দেশাবলীর উপর ভিত্তি আলজিয়ার্সের এন্ডোউমেন্ট এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করছে। কারণ সম্প্রতি ইসরাইলও আল-আকসা মসজিদে স্পিকারে উচ্চস্বরে আযান দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আলজেরিয়ার এন্ডোউমেন্ট মন্ত্রী এই বিষয়টি প্রত্যাখ্যান করে গুরুত্বারোপ করে বলেছে; আলজিয়ার্সের এন্ডোউমেন্ট এবং ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম বারের মতো আযানের ওপর এই আইন জারি করা হয়েছে।

তিনি আরও দাবী করেছে, এই আইন নবীর (সা.) সুন্নত, ইসলামী আইন এবং আলজেরিয়ার ঐতিহ্যের সাঙ্গে সংগতিপূর্ণ।

iqna


captcha