বার্তা সংস্থা ইকনা: মুহাররম মাসের শুরু থেকেই ইমাম আলী (আ.) মসজিদে আহলে বায়েত (আ.)এর মুসিবতের আলোকে বক্তৃতা, মর্সিয়া, মাতম ও নওহা পরিবেশনের মাধ্যমে উক্ত শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল রাত তথা মুহাররম মাসের তৃতীয় দিনে নওহাখান মাহদী দারদস্তিয়ান আহলে বায়েতের স্মরণে ফার্সি-ইংরেজি ভাষায় শোকগাথা নওহা পরিবেশন করেন। নওহাটি ইকনা'র দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:
iqna