IQNA

ইমাম সাদিকের দৃষ্টিতে ইমাম মাহদীর জন্য প্রতীক্ষার বৈশিষ্ট্য

12:21 - September 26, 2017
সংবাদ: 2603921
ইমাম জাফর সাদিক(আ.) থেকে শেখ সাদুক বর্ণনা করেছেন, যে ব্যক্তি চারটি জিনিসের প্রতি সন্দেহ করবে সে আল্লাহর যা কিছু অবতীর্ণ করেছেন তার সবই অস্বীকার করবে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতি যুগের ইমামের প্রতি বিশ্বাস ও তার বৈশিষ্ট্য সম্পর্কে পরিচিত।

বার্তা সংস্থা ইকনা: ইমামদেরকে চেনার পথ হচ্ছে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানা। সুতরাং শুধুমাত্র তাদের নাম জানলেই চলবে না বরং তাদের সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে।

রাসূল(সা.) বলেছেন: اولی الامر بالمعروف و العدل و الاحسان উলিল আমরকে তাদের ভাল কাজ ও ন্যায়পরায়ণতার মাধ্যমে চিনে নাও।

প্রসিদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে: যে ব্যক্তি তার জামানার ইমামকে না চিনে মৃত্যুবরণ করবে সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করল। অর্থাৎ সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করল যাদের জীবনও ছিল মৃত্যু।

মহানবী হযরত মুহাম্মাদ (সা.) হুজাইফা বিন ইয়ামানকে বলেছেন:
 قال رسول الله صلي الله عليه و آله :«لو لم‌ يبقَ من‌ الدنيا الاّ يوم‌ٌ واحد لطوّل‌ الله  ذلك‌ اليوم‌ حتي‌ يبعث‌ رجلاً من‌ وُلدي إسمه‌  إسمي‌ يملأ الارض‌ قسطاً و عدلاً..
 হে হুযাইফা! এ দুনিয়া ধ্বংস হতে মাত্র একদিনও যদি অবশিষ্ট থাকে তাহলে মহান আল্লাহ তা’আলা সেই দিনকেই এতো বেশী দীর্ঘায়ত করবেন যাতে আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত এক ব্যক্তি বিশ্বের শাসন ক্ষমতা গ্রহণ করতে সক্ষম হয়, যার মাধ্যমে বড় বড় গুরুত্বপূর্ণ ঘটনা ও যুদ্ধ সংঘটিত হবে এবং ইসলাম ধর্ম বিজয়ী হবে। মহান আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না এবং তিনি দ্রুত হিসাব গ্রহণকারী বটে।(ইকদুদ দুরার, আবু নাঈম ইসফাহানী প্রণীত সিফাতুল মাহদী)।

এই হাদিস থেকে বোঝা যায় ইমাম মাহদীর আবির্ভাব অবশ্যই ঘটবে এবং তিনি দুনিয়াকে ন্যায়নীতিতে পরিপূর্ণ করবেন। শাবিস্তান
captcha