IQNA

ম্যানচেস্টারে মুসলিম ডাক্তারের উপর হামলা

23:49 - September 28, 2017
সংবাদ: 2603944
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের আলট্রিনচাম এলাকার ইসলামী সেন্টারের বাহিরে অজ্ঞাত পরিচয়ের বর্ণবাদীরা মুসলিম ডাক্তারের উপর হামলা চালিয়ে তাকে আহত করেছে।
ম্যানচেস্টারে মুসলিম ডাক্তারের উপর হামলা

বার্তা সংস্থা ইকনা: ঘটনাটি ২৪শে সেপ্টেম্বর ঘটেছে। ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা ৫৭ বছর বয়সী নাসের কুর্দীর ঘাড়ের আঘাত হানে। আহতাবস্থায় নাসের কুর্দীকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

ম্যানচেস্টারের পুলিশ জানিয়েছে, ঘৃণা থাকার ফলে এই হামলা চালানো হয়েছে। এঘটনার সাথে জড়িত থাকা ৩২ ও ৫৪ বছরের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ম্যানচেস্টারের মসজিদ কর্তৃপক্ষ ফেসবুকে এক বার্তায় লিখেছেন, নাসের কুর্দী ম্যানচেস্টারের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালের কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডাক্তার। মাঝেমধ্যে তিনি এই মসজিদে জুমার খুতবা প্রদান করতেন।

আলট্রাখ্যাম এবং হিল মুসলিম অ্যাসোসিয়েশনের মুখপাত্র খালেদ এব্যাপারে বলেন: এই হামলা শুধুমাত্র এক ব্যক্তি বা মুসলিম সমাজরে উপর নয়; বরং এই হামলা এমন এক ব্যক্তির উপর হয়েছে যিনি আলট্রিনচামে জীবন যাবন করেন।

iqna



captcha