IQNA

লন্ডনে পবিত্র কুরআনের অনুদিত পাণ্ডুলিপির প্রদর্শন + ছবি

16:12 - October 03, 2017
সংবাদ: 2603974
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের নিউ হ্যাম শহরের মুসলিম এসোসিয়েশনের পক্ষ থেকে পবিত্র কুরআনের অনুদিত পাণ্ডুলিপি প্রদর্শিত হয়েছে। এই প্রদর্শনীতে বিভিন্ন ভাষার ৫০টিরও অধিক অনুদিত পাণ্ডুলিপি উপস্থাপন করা হয়েছে।
লন্ডনে পবিত্র কুরআনের অনুদিত পাণ্ডুলিপির প্রদর্শন + ছবি

বার্তা সংস্থা ইকনা: প্রদর্শনকারীরা উক্ত প্রদর্শনীতে অংশগ্রহণ করে ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের বিশেষ করে জিহাদ ও সন্ত্রাসবাদ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করেছেন।

প্রদর্শনীর আয়োজক কমিটির সদস্য বাশারাত আহমাদ বলেন: আমরা ইসলাম ধর্মের শান্তির বার্তা বিশ্ববাসীর নিকট পৌঁছে দিতে চাই। সমাজে কীভাবে সকলে একত্রিত হয়ে শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন করতে হয় তা ইসলাম ধর্ম আমাদেরকে শিখিয়েছে।

তিনি জিহাদ শব্দের বিবরণ দিয়ে বলেছেন, জিহাদ অর্থ হচ্ছে মহান আল্লাহ সাথে অটুট সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা।

বাশারাত আহমাদ বলেন: জিহাদেরে অর্থ হচ্ছে নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করা এবং মহান আল্লাহর আইন ও নির্দেশের প্রতি আত্মসমর্পণ করা।

iqna


captcha