বার্তা সংস্থা ইকনা: অষ্টাদশ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির পরিচালক ও রাশিয়ান মুফতি কাউন্সিলের প্রথম উপ সভাপতি "রৌশান আবাসাফ" উক্ত কুরআন প্রতিযোগিতা উদ্বোধন হওয়ার খবর জানান।
রাশিয়ান মুফতি কাউন্সিলের চেয়ারম্যান 'রাভা আইনুদ্দীন', রাশিয়ান ফেডারেশন মুসলিম জোটের ধর্মীয় সংস্থার প্রধান এবং আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিযোগিতা উদ্বোধন হয়।
অষ্টাদশ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান বলেন: এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।
তিনি বলেন: এই প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করছেন মরক্কোর শেইখুল কোররা 'শাইখ মুহাম্মাদ তুরাবী'র তত্ত্বাবধানে ৪০ জন দক্ষ শিক্ষক।
উল্লেখ্য, অষ্টাদশ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান রাশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। উক্ত প্রতিযোগিতা ৬ষ্ট অক্টোবর শুরু হয়েছে এবং টানা ৯ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে।