বার্তা সংস্থা ইকনা: পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ঢাকার স্ট্র্যাটেজিক স্টাডিজ ইন্সটিটিউটে অনুষ্ঠিত এক সম্মেলনে গতকাল (১০ম অক্টোবর) বলেছেন, ২৫শে আগস্ট থেকে এপর্যন্ত মিয়ানমারের রাখাইন প্রদেশে তিন হাজার মুসলিম নিহত হয়েছেন।
তিনি বলেন: মিয়ানমার সরকার সেদেশের মুসলিম উদ্বাস্তুদের এদেশে ফেরত পাঠিয়ে আন্তর্জাতিক চাপ কমানোর চেষ্টা করছে। তবে সেদেশের প্রতি আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি হওয়া উচিত।
পররাষ্ট্রমন্ত্রী বলেন: জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ২৫শে আগস্ট তথা মিয়ানমারে মুসলমানদের বিরুদ্ধে নতুন সহিংসতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে ৫ লাখ ২০ হাজার রোহিঙ্গা মুসলমান আশ্রয় নিয়েছে এবং শুধুমাত্র গত ১০ দিনে ৪০ হাজার মুসলমান বাংলাদেশে প্রবেশ করেছে।
iqna