IQNA

ট্রাম্পের ইরান-বিদ্বেষী বক্তব্যে বড় শয়তানের আসল চেহারা প্রকাশ পেয়েছে

19:01 - October 13, 2017
সংবাদ: 2604055
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মুওয়াহহেদি কেরমানি ইরাকি কুর্দিস্তানের সাম্প্রতিক বিচ্ছিন্নতার গণভোট প্রসঙ্গে বলেছেন, শত্রুরা নতুন মধ্যপ্রাচ্য গড়ার যে স্বপ্ন দেখছে তা তারা কেবল নিজেদের কবরেই নিয়ে যাবে।

বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ মুওয়াহহেদি কেরমানি ইরাকি কুর্দিস্তানের প্রধান মাসুদ বারজানিকে বাগদাদের প্রতি আনুগত্য করার পাশাপাশি ইরাকি জনগণের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, এ অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের প্রভাব সৃষ্টি করবেন না।

তিনি ইরাকের সাবেক প্রেসিডেন্ট জালাল তালাবানির মৃত্যুতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তালাবানি অন্য কোনো গোত্র বা জাতির কথা না ভেবে সব সময়ই ইরাকি জনগণের স্বাধীনতা, সম্মান ও গৌরব নিয়ে বেশি ভাবতেন।

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব ইরানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা ধরনের বিদ্বেষী পদক্ষেপ নেয়া প্রসঙ্গে বলেছেন, ট্রাম্প ইরানের ইসলামী রাষ্ট্র-ব্যবস্থার সঙ্গে মার্কিন সরকারের শত্রুতা স্পষ্ট করেছেন। আয়াতুল্লাহ কেরমানি এ প্রসঙ্গে আরও বলেছেন, ইরানের জনগণ কখনও মার্কিন সরকারের অপরাধযজ্ঞকে ভুলবে না এবং ইরানি নেতারাও মার্কিন সরকারের বিদ্বেষী পদক্ষেপগুলোর উপযুক্ত  জবাব দেবেন।
iqna

captcha